শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে অধ্যক্ষের নেতৃত্বে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

কলেজের হলরুমে আয়োজিত শোকসভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক মল্লিকা রাণী পাল, মোঃ হারুন অর রশিদ, মোঃ ফারুক আহমেদ, মোঃ মিজানুর রহমান, মোঃ রাশেদ গাজী, বেনজির আহমেদ, মোক্তার আহমেদ, কামরুল হাসান মিল্টন, প্রভাষক স্বপন কুমার মজুমদার প্রমুখ।

প্রভাষক ফারজানা কুমকুমের সঞ্চালনায় বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত এবং মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের দীর্ঘায়ু, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা মোঃ ফয়েজুল্লা। শোক দিবসের কর্মসূচিতে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়