সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:০০

ছেংগারচর পৌর নির্বাচনে নৌকার পক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার প্রচারণা
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকারের পক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর কমিটির নেতৃবৃন্দ প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন।

৭ জুলাই সকালে উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার মতলব উত্তর উপজেলা সভাপতি অ্যাডঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন ঢালীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডঃ জেসমিন সুলতানা।

বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, মতলব উত্তর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জী, মতলব উত্তর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার বাড়ৈ, পৌর শাখার সভাপতি মিল্টন সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আনম গোলাম জিলানি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফুল হক রোকন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডঃ খালেদ মোশাররফ রিপন, মতলব উত্তর উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য তাসলিমা আক্তার আঁখি, যুগ্ম সাধারণ সম্পাদক ও ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সহ-সভাপতি মাজহারুল ইসলাম ইকবাল, কামাল লস্কর, ছগির আহমেদ, নূরে আলম সরকার, মুন্না, শাহরিয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল সরকার, পলি শিকদার, পৌর শাখার সহ-সভাপতি সোহেল রানা মাস্টার, ইব্রাহিম লস্কর, হিরণ মিয়া, সদস্য আলমগীর প্রধান প্রমুখ।

অ্যাডঃ জেসমিন সুলতানা বলেন, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র পদপ্রার্থী আরিফ উল্যাহ সরকারের নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে দলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দিয়ে উন্নয়নের চিত্রগুলো তুলে ধরতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করেন। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেন। তিনি ভালোবেসে ছেংগারচর পৌরসভা নির্বাচনে আরিফ উল্যাহ সরকারকে নৌকা প্রতীক দিয়েছেন। নেত্রীর হাতকে শক্তিশালী করতে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৭ জুলাই নৌকা মার্কায় ভোট দিন। তিনি মানুষের জন্য কাজ করেন। আরিফ উল্যাহ সরকার মানে উন্নয়নের অগ্রগতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়