মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০০:০০

রাস্তা পাকাকরণের দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করেছে। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে পূর্ব হর্ণি দুর্গাপুর গ্রামের মৃধা বাড়ি থেকে তালতলা পর্যন্ত এ সড়কের জন্যে শুক্রবার (৩০ জুন) উক্ত কর্মসূচি পালন করে এলাকাবাসী।

বাদ জুমা আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাহান মৃধা, মোঃ মামুন মৃধা, মোঃ মিস্টার মৃধা, মোঃ আলি মৃধা, জসিম উদ্দিন, মোঃ রাসেল হোসাইন রাফী। তারা বলেন, দীর্ঘদিন ধরে এ রাস্তাটির দেড় কিলোমিটারের বেহাল দশা। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সড়কটি পাকাকরণের জন্যে কেউই এগিয়ে আসেনি। বর্তমান সরকারের দীর্ঘ পথপরিক্রমায় উপজেলার আনাচে-কানাচে অনেক সড়ক পাকা হলেও আমাদের এই সড়কটি কারো নজরে আসেনি। ফলে সড়কটি দিয়ে চলতে গিয়ে সমস্যায় পড়ে সাধারণ লোকজন। গর্ভবতী নারী ও বয়স্করা অসুস্থ হলে তাদের চলাফেরায় অনেক অসুবিধা হয়।

মানববন্ধনে অংশ নেন শাহজাহান মাস্টার, জসিম মাস্টার, মিজান মুহুরি, মনোয়ার হোসেন, জসিম মৃধা, মুন্না মৃধা, আনোয়ার মৃধা, কামাল মৃধা, রাজিব মৃধা, আকবর মৃধা, বাচ্চু মৃধা, মামুন কন্ট্রাক্টর, মোহাম্মদ আলী, পান্নু মৃধা, আব্দুল মজিব, বালাক মৃধা, শামিম মৃধা, ইসমাইল মৃধা, সুফিয়ান মৃধা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়