প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ০০:০০
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে গত ৭ আগস্ট থেকে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড বাবুরহাটে টিকা কেন্দ্র না থাকায় গত ৭ তারিখ টিকাদান কর্মসূচি গ্রহণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের হস্তক্ষেপে ও কাউন্সিলর খায়রুল ইসলাম নয়নের চেষ্টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়। ৯ আগস্ট সোমবার উদ্বোধনী দিনে এই কেন্দ্রে ২শ’ জনকে টিকা প্রদান করা হয়। সকাল ৯টা থেকে এ টিকা দান কার্যক্রম শুরু হয়।
সকাল থেকে টিকাদান কর্মসূচি সার্বিক পর্যবেক্ষণ করেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক শাহ আলম মজুমদার নান্নু, যুগ্ম-আহ্বায়ক হোসেন শেখ, হুমায়ুন কবির দুলাল মাল, ফারুক মজুমদার, ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোঃ আমিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মাল, ১৪নং ওয়ার্ড নাগরিক কমিটির আহ্বায়ক চন্দন দে, সদস্য সচিব মোঃ রুবেল খানসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা।