শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ০০:০০

নারাণয়পুরে মোবাইল কোর্টে ৮টি মামলা ও জরিমানা
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে মামলা ও জরিমানা করা হয়েছে। ৪ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেুট সেটু কুমার বড়ুয়া স্বাস্থ্যবিধি না মানার কারণে ৮টি মামলা ও ৫ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন।

জানা যায়, স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন স্থানে প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে। নারায়ণপুরে স্বাস্থ্যবিধি না মানার কারণে উক্ত অর্থদ- করা হয়। এছাড়াও জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানার জন্যে উদ্বুদ্ধ করা হয়েছে।

এ সময় ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, নারায়ণপুর বাজার কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়