প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০
পুরাণবাজারে ১০ স্কুলের ফলাফলে এগিয়ে চান্দ্রা, বহরিয়া ও মধুসূদন
সারাদেশের ন্যায় গতকাল চাঁদপুরে প্রকাশিত হয়েছে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবারের ফলাফলে বৃহত্তর পুরাণবাজারের স্কুলগুলোর মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়, বহরিয়া উচ্চ বিদ্যালয় ও পুরাণবাজার এমএইচ উচ্চ বিদ্যালয় (মধুসূদন)।
চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মোট পরীক্ষার্থী ছিলো ২০৭ জন। এর মধ্যে পাস করেছে ১৮০ জন। পাসের হার ৮৬.৯৬%। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এরা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের ছাত্র। বিদ্যালয়টির ভালো ফলাফলে প্রধান শিক্ষক আওলাদ হোসেন জানান, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে। তবে আগামীতে আরো ভালো করার চেষ্টা থাকবে।
বহরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মোট পরিক্ষার্থী ছিলো ১৪০ জন এর মধ্যে পাস করেছে ১২২ জন। পাসের হার ৮৭.১৪%। এ+ পেয়েছে ৪ জন। এরাও প্রত্যেকে বিজ্ঞান বিভাগের ছাত্র। বিদ্যালয়টির ভালো ফলাফলে প্রধান শিক্ষক মোহাম্মদ ইমান হোসেন জানায়, সকলের সহযোগিতায় আমাদের এবারের ফলাফল ভালো হয়েছে। আশা করছি ভবিষ্যতে আরো ভালো হবে।
এরপরই ফলাফলের দিক দিয়ে এগিয়ে রয়েছে মধুসূদন উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে এ বছর মোট পরীক্ষার্থী ছিলো ১৯২ জন। পাস করেছে ১৫৩ জন। পাসের হার ৭৯.৬৯%। জিপিএ-৫ পেয়েছে ২ জন। ২ জন হলো ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী সুস্মিতা বণিক ও পূজা রাণী সাহা।
তবে এ বছর ফলাফলে কিছুটা পিছিয়ে রয়েছে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ও বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মোট পরিক্ষার্থী ছিলো ১৫৮ জন। পাস করেছে ১৩৯ জন। পাসের হার প্রায় ৮৮%।
এছাড়াও ফলাফলের দিক দিয়ে মোটামুটি অবস্থানে রয়েছে পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশন, হাজী করিম খান উচ্চ বিদ্যালয় ও হাফেজ মাহমুদা উচ্চ বিদ্যালয়।
চান্দ্রা বাজর নূরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসাও সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। এই মাদ্রাসা থেকে এ বছর ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জনই এ+ পেয়েছে। পাসের হার ও শতভাগ। মাদ্রাসার এমন সাফল্যে খুশি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এটিএম মোস্তফা হামিদী বলেন, গতবারের চেয়ে এবার আমাদের ফলাফল ভালো হয়েছে। আগামীতে আরো ভালো করার জন্যে সকলের দোয়া চাই।