প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০
কচুয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১
কচুয়ায় অভিনব কায়দায় ১৪ কেজি গাঁজা পাচারকালে আলমগীর হোসেন (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া-কাশিমপুর সড়কের গুলবাহার চৌরাস্তায় ব্রিজের উপরে ব্যাটারি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেন। আটককৃত মাদক কারবারি আলমগীর কচুয়া পৌরসভার মাছিমপুর গ্রামের মৃত হোসেন আহম্মেদের ছেলে। বর্তমানে তিনি করইশ গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, আটককৃত আলমগীরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কচুয়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।