প্রকাশ : ০৪ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জের বিষকাটালিতে ব্যবসায়ীর উপর হামলা
ফরিদগঞ্জ উপজেলার বিষকাটালি গ্রামে ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে ৩ মে শুক্রবার জুমার নামাজের পরে। জানা যায়, ব্যবসায়ী সিরাজুল ইসলামের সাথে পাশের গ্রামের চরঃদুখিয়া গ্রামের আবুল খায়ের বেপারীর সম্পত্তিগত বিরোধ হয়। এ বিরোধকে কেন্দ্র করে আবুল কালামের নেতৃত্বে অনিক বেপারী, রুবেল বেপারী ও আবুল কালাম মিলে দেশীয় অস্ত্র নিয়ে সিরাজুল ইসলাম বেপারীর ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এমনকি শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এ সময় সিরাজুল ইসলামের সাথে থাকা তার ব্যবসায়িক কাজের ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। এ ঘটনায় সিরাজুল ইসলাম উল্লেখিত তিনজনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।