প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
গাউছিয়া কমিটি ফরিদগঞ্জ শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল
গাউছিয়া কমিটি বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল মান্নান মনু ভূঁইয়া নির্বাচিত হন। শনিবার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি ঢাকা মহানগরীর সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির উপদেষ্টা আবদুল মালেক বুলবুল। সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক শাহ জামাল তালুকদার। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ হুমায়ূন কবির ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মুহাম্মদ হাসানুজ্জামান। পরে আলোচনা শেষে ১১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।