প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ঈদের মেহেদী উৎসবে মুখরিত শিশু পরিবার
মানসিক স্বাস্থ্য উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে ‘বজায় রাখবো মানসিক শান্তি’ এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে তারুণ্যনির্ভর মেয়েশিশু ও কিশোরীদের মেহেদী উৎসব সম্পন্ন হয়েছে। গত ৮ এপ্রিল সোমবার বেলা ১১টায় ইয়ুথ রিদম ফাউন্ডেশন ও ইয়ুথ ফোরাম বাংলাদেশ-এর আয়োজনে চাঁদপুর শহরের বাবুরহাটস্থ সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে মেহেদী উৎসব উদযাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সমাজসেবক নূরজাহান বেগম কুমকুম। তিনি বলেন, জানতে পারলাম, বাংলাদেশে এই প্রথম কোনো সরকারি শিশু পরিবারে আমরাই নাকি মেহেদী উৎসব নিয়ে এসেছি। এই উৎসবেই শেষ নয়, আমরা আরো আনন্দ-উৎসব করবো। তোমরা সব সময় হাসিখুশি থাকবে। জীবনের প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করতে হবে। তাহলে সফলতা তোমার কাছে এসে ধরা দেবে। প্রতিটি কাজ ও সময়কে আনন্দের সাথে উপভোগ্য করে নিতে হবে। আজকের দিনটিও আমাদের কাছে খুবই উপভোগ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর মানবাধিকার কর্মী রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী। তিনি সরকারি শিশু পরিবারের শিশুদের উদ্দেশ্যে বলেন, মেহেদী উৎসব বাঙালির এক প্রাণের উৎসব। এ উৎসব বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। উৎসবকে ভাগাভাগি করে নেওয়ার মাঝে মানুষের সাথে সম্প্রীতি বজায় থাকে। আজ আমাদের এক আনন্দের দিন। আমরা আজ মেহদী উৎসবে মেতে থাকার মতো সব সময় সবার সাথে মিলেমিশে থাকবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন। তিনি জানালেন, আমাদের এই সরকারি শিশু পরিবারে এই প্রথম মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। এর আগে আমাদের দেশে কোনো সরকারি শিশু পরিবারে কখনো এই উৎসব হয়নি। তোমরা (শিশুরা) সবসময় হাসি খুশি আর আনন্দের মধ্যে থাকবে। তিনি উৎসবের উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা শিশুদের আত্মোন্নয়ন ও মানসিক বিকাশের ক্ষেত্রে যেকোনো পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করবেন।
পরিশেষে উক্ত উৎসবের সভাপতি আয়েশা বেগম মুন্নী বলেন, তোমাদেরকে নিয়ে প্রতি বছর এই মেহেদী উৎসব করার ইচ্ছে। দীর্ঘ বছর পর মেহেদী নিয়ে তোমাদের কাছে আসতে পেরে আমিও স্বস্তি পেলাম। মনে হয় যেনো আবার শৈশবে ফিরে এসেছি। আমরা সবাই শৈশবেই থাকতে চাই।
উৎসবে উপস্থিত ছিলেন ইয়ুথ রিদম ফাউন্ডেশনের সভাপতি অহিদুল ইসলাম সাইফ, ইয়ুথ ফোরাম বাংলাদেশের সহ-সভাপতি কবি ও রোটার্যাক্টর নাজমুল ইসলাম সজীব, ইয়ুথ ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক রাইসা রহমান চাঁদমনি, ইয়ুথ ফোরাম বাংলাদেশের কোষাধ্যক্ষ খাদিজা আক্তার তানহা প্রমুখ।