প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
রান্নাঘরের আগুনে মোটরসাইকেল পুড়ে গেছে
তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
ফরিদগঞ্জে রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় মোটরসাইকেল পুড়ে গেছে। ৯ এপ্রিল দুপুর ২টায় ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বঙ্গেরগাঁও গ্রামের জসিম পাটোয়ারী বাড়ির রান্নাঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে বালি ও মোটরের পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোঃ শরিফ হোসেন পাটওয়ারীর একটি মোটরসাইকেল পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, জসিম পাটোয়ারীর বাড়ির রান্না ঘরে আগুন দেখতে পেয়ে একজন নারী চেঁচামেচি করলে আমরা স্থানীয়রা দৌড়ে এসে বালি ও পানি দিয়ে প্রায় ৪০ মিনিট প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। রান্নাঘরের যে অংশে পাটকাঠি ও শুকনা লাকড়ি ছিলো তা সহ মোটরসাইকেলটি পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহম্মদ রাজন।
অগ্নিকাণ্ডের ঘটনায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি এবং বিল্ডিংয়ের ছাদ ড্যামেজ হওয়াসহ বিদ্যুতের মেইন সুইচ জ্বলে গেছে।