প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
মতলব উত্তরে বিএনপি নেতা সলিম উল্লাহ লাভলুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ সলিম উল্লাহ লাভলু মেম্বারের চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য দীর্ঘ দেড় বছরেও উদ্ঘাটন না হওয়া এবং এজাহারভুক্ত আসামিরা জামিনে বেরিয়ে এসে বাদীর পরিবারকে বিভিন্নভাবে হুমকির প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (১৩ এপ্রিল) মান্দারতলী বাজার সড়কে আয়োজিত এ মানববন্ধনে এলাকার ছোট থেকে বড় ও শিশু থেকে বৃদ্ধ সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় সলিমুল্লাহ লাভলু হত্যায় জড়িতদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান মানববন্ধনকারীরা ও নিহতের পরিবারের সদস্যরা।
বক্তব্য রাখেন ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী। আরো বক্তব্য রাখেন মামলার বাদী আহসান হাবীব নান্টু, নিহত লাভলু মেম্বারের ছোট বোন কল্পনা বেগম, সমাজ সেবক আবদুল হান্নান মাস্টার ও শামসুল হক মাস্টার। পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ আল আমিন।
২০২২ সালের ২ নভেম্বর রাতে দুর্বৃত্তরা সলিমুল্লাহ লাভলুকে হত্যা করে বাড়ির সামনের রাস্তায় ফেলে রাখে। তারপর ৭ জনকে আসামি করে মামলা করা হয়। পরে ১ নম্বরসহ ৫ জন আসামি বিভিন্ন সময় আটক হলেও সবাই জামিনে রয়েছে।