প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
চাঁদপুর শহরের পুরাণবাজারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল শুক্রবার বিকেলে চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, দেওয়ান মোঃ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক সোহেল গাজী। অংশগ্রহণ করেন জেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।