শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ইসকনের গীতাযজ্ঞ ও অনুকল্প প্রসাদ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
ইসকনের গীতাযজ্ঞ ও অনুকল্প প্রসাদ বিতরণ

বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) চাঁদপুরের আয়োজনে গীতাযজ্ঞ, গীতা পূজা, গীতা দান, গীতা পাঠসহ অনুকল্প প্রসাদ বিতরণ করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর শনিবার চাঁদপুর শহরের পুরাণবাজার ঘোষপাড়াস্থ ইসকন গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত গীতাযজ্ঞ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন চট্টগ্রামের শ্রীপাদ সুবল দাস সখা ও প্রেমদাস ব্রহ্মচারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ মায়াপুর ইনস্টিটিউটের শিক্ষক পুরুষোত্তম মাধব দাস ব্রহ্মচারী।

চাঁদপুর ইসকনের সভাপতি ও পুরাণবাজার ইসকন গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে ও ইসকন গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক জীবন ভজ কৃষ্ণ দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ ইসকন ইয়ুথ ফোরামের সুকেশ গৌর হরিদাস ব্রহ্মচারী, স্বজ্জন গীরিধারী দাস, নিতাই দয়াল করুণা দাস, চাঁদপুর ইসকন গোবিন্দ মন্দিরের সহ-সভাপতি নিতাই ভগবান কৃষ্ণ দাস, ভক্ত সুরপতি দাস, অনাদি নিতাই কৃপা দাসসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত ইসকন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে চাঁদপুরস্থ ভক্তিবেদান্ত গীতা একাডেমির গীতা কোর্সে অংশগ্রহণকৃত কৃতী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণসহ মহামূল্যবান গীতাগ্রন্থ সরবরাহ করা হয় এবং অসহায় শিক্ষার্থীদের মাঝে গীতা গ্রন্থ দান করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে শত শত ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মুখরিত হয়ে উঠে। শত কণ্ঠে গীতা পাঠে উপস্থিত সকলের মাঝে ধর্মীয় অনুভূতির সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে অনুকল্প প্রসাদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, দ্বাপর যুগে মোক্ষদা একাদশী তিথিতে পঞ্চপা-বদের মাঝে অনুষ্ঠিত কুরুক্ষেত্র যুদ্ধে পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা গা-ীবধারী অর্জুনকে বিশ্বরূপ দর্শনপূর্বক বিশ্ব ব্রহ্মান্ডের জ্ঞান দান করেন। পরবর্তী সময় শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই জ্ঞান গীতারূপে পুস্তক আকারে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রকাশ লাভ করে। আর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী সম্বলিত গীতাই পরম প্রিয় ও অত্যধিক জগতের মহা মূল্যবান গ্রন্থ হয়ে উঠে সনাতন ধর্মাবলম্বীদের কাছে। এই ধর্মগ্রন্থের মূল্যবান বাণীই প্রচার করতে বিশ্বময় ঘুরে বেড়ান ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী আচার্য শ্রীল প্রভুপাদ। প্রভুপাদের সেই কর্মকাণ্ডকে স্মরণে রাখার জন্যেই প্রতি বছরের ন্যায় এই দিন তার প্রতিষ্ঠিত ইসকন ভক্তগণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক আকারে গীতা জয়ন্তী উৎসব আকারে দিবসটি উদযাপন করে থাকেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়