রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী আখতার হোসেনের মতবিনিময়
মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত বুধবার দুপুরে কচুয়া প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চলনায় মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে গরিব-অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে ইউনিয়নটিকে একটি আদর্শ ইউনিয়নে গড়ে তুলবো। আমি জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করবো। আমাকে বিজয়ী করতে সর্ব মহলের সুদৃষ্টি কামনা করছি। তিনি বলেন, আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের গুটিকয়েক নেতা অন্যদের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে আমার পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা না করে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ অবলম্বন করেছে। আমি সাংবাদিকদের মাধ্যমে এমন বিভ্রান্ত হওয়ায় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমার পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে নৌকাকে বিজয়ী করার জন্যে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ সময় আকতার হোসেনের নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়