রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে আশার আলোর কম্বল বিতরণ
ফরিদগঞ্জ ব্যুরো ॥

সামাজিক সংগঠন ‘আশার আলো'র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির শুরুর দিনে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়েছে। গত সোমবার ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ সায়েন্টিফিক স্কুল ফরিদগঞ্জের মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইব্রাহিম খলিল শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম। অতিথি হিসেবে ছিলেন মানবসেবা ব্লাড ডোনেশনের পরিচালক শাহাদাত খান, ক্ষুদ্র ব্লাড ডোনেশন পরিচালক মিরাজ ইসলাম, এমরান হাসান, শোভন মাহমুদ ও জাহাঙ্গীর আলম। সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা শেষে কেক কাটা এবং শ্রেষ্ঠ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় । পরে শীতার্তদের হাতে শীত বস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ।

সংগঠনের সদস্যরা জানান, সংগঠনের সকলেই ছাত্র। তারা তাদের টিফিন খরচ থেকে কিছু টাকা জমিয়ে মানবতার জন্য ভালোবাসার আদান-প্রদান করেন। তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন, শীতবস্ত্র বিতরণ, রক্তদান, বৃক্ষ রোপণসহ নানা কর্মসূচি।

বিজয় দিবসে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড কমিটির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরাণবাজার ব্রিজ সংলগ্ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম নূরু।

৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লবের পরিচালনায় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং অঞ্চল ৯-এর সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, কমিউনিটি পুলিশিং অঞ্চল ১০-এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান মিয়াজী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মেজবাহ উদ্দিন ঝুটন, চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মিয়াজী, বিশিষ্ট সংগঠক মহব্বত হায়দার চৌধুরী, আনোয়ার হোসেন মিয়াজি, বাহার হায়দার চৌধুরী, মোঃ আবুল খায়ের মনু, আঃ হালিম গাজী, মোশারফ হোসেন ইমন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক আহমেদ মিন্টু, সাবেক পৌর মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীর, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম গাজী প্রমুখ।

সভায় মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিহত শহীদদের প্রতি ও ৪নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সংগঠক শিক্ষানুরাগী আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরী এবং তার ছোটভাই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মাকসুদ হায়দার চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন ইসলামিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আল মামুন।

বক্তারা স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির ভাগ্যোন্নয়নে যে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন তাঁর ভূয়সী প্রশংসা করেন। তারা জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে মরহুম মোস্তাক হায়দার চৌধুরীর দুই ছেলে ওমর হায়দার চৌধুরী রাজন ও সুমন হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়