প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২০২১ সালের শিক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠান ১৮ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্যে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এবার বিদ্যালয় থেকে ১৫৮জন পরীক্ষার্থী পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল গোস্বামী। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।