প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০
মহান বিজয় দিবস উপলক্ষে ১৩নং হানারচর ইউনিয়নে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ৯নং ওয়ার্ডের মিয়াজী বাড়ির উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হানারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুকবুল হোসেন মিয়াজী।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু ছৈয়াল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আঃ মালেক মিয়াজী, আঃ রহিম মিয়াজী, সুপ্রিম কোর্টের আইনজীবী সহকারী মোঃ হাসান মিয়াজী ও বিশিষ্ট ব্যবসায়ী লোকমান মিয়াজী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী ও সহ-সভাপতি জসিম উদ্দিন মিয়াজী। এ সময় আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড মেম্বার কাদির মিজি, গোলাম আলী মিয়াজী, শহিদুল্লাহ মিজি, হারুন মিজিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ।