শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে মনোয়ারা রশিদ ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সম্মেলন

ফরিদগঞ্জ প্রতিনিধি ॥
ফরিদগঞ্জে মনোয়ারা রশিদ ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সম্মেলন

উপজেলা সদরে প্রতিষ্ঠিত মনোয়ারা রশিদ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জালাল আহমেদ সিআইপির প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রথমবারের মতো অভিভাবক সম্মেলন ও শ্রেণীভিত্তিক মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাদ্রাসার হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ সোহেলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা হাবিব উল্ল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছতলা পীর সাহেব বাড়ি মাদ্রাসার সহকারী আরবি অধ্যাপক ও বড়ালী বড়ো বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুস্তাফিজুর রহমান পাটোয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও সাহিত্যিক সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ, পশ্চিম বড়ালী আবুজর গিফারী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এফ.এ. মানিক।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে মাদ্রাসার পরিচালক মনিরুল হক বলেন, মাদ্রাসায় আরবী, বাংলা, গণিত শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি জালাল আহমেদ সিআইপি স্যারের নির্দেশনায় খুব শীঘ্রই যুক্ত হবে কম্পিউটার শিক্ষা, মাসিক টিউটোরিয়াল পরীক্ষা এবং ছাত্র-ছাত্রীদের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলার কার্যক্রম, শিক্ষা সফরের সু-ব্যবস্থা এবং শ্রেণী ভিত্তিক মেধাবীদের পুরস্কৃত করার সুব্যবস্থা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা সুলতান আহমেদ মিয়াজী, মোঃ মামুন, হাফেজ আহমেদসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়