প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
মামলার এজহারে দুলাল পাটওয়ারী ও মেয়র জুয়েলের নাম নেই
---ওসি মোঃ শেখ মুহসীন আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চাঁদপুর জেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ৫১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ১২০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) মামলাটি করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আব্দুর রাজ্জাক হাওলাদার।
ওই মামলার এজাহারে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের নাম নেই। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম।
তিনি জানান, আমরা এজহার পেয়েছি, মামলা রুজু হয়েছে। এজাহার নামীয় আসামিদের তালিকায় দুলাল পাটওয়ারী ও মেয়র জুয়েলের নাম নেই।
প্রতিবেদকের দুঃখ প্রকাশ
১৬ আগস্ট দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রথম পাতায় উপরোল্লিখিত মামলার আসামিদের তালিকায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের নাম রয়েছে উল্লেখ করে সংবাদ ছাপা হয়েছে।
প্রতিবেদকের তথ্যগত ভুলে এবং ভুলবশত তাদের নাম জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়।এই মামলার আসামিদের নাম নিয়ে একাধিক খসড়া তৈরি করা হয়। মামলার জন্যে থানায় যে এজাহার দাখিল করা হয়, সেই তালিকায় উল্লেখিতদের নাম নেই। এই অনিচ্ছাকৃত ভুলের জন্যে প্রতিবেদক দুঃখ প্রকাশ করেছেন।--প্রধান সম্পাদক।