প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০২:৪৮
চাঁদপুর রেডক্রিসেন্ট ইউনিটের যুব বাৎসরিক প্রতিবেদন ২০২৪ উন্মোচন ও পুরস্কার বিতরণ
১১ জানুয়ারি শনিবার চাঁদপুর প্রেসক্লাব মাঠে চাঁদপুর যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব বাৎসরিক প্রতিবেদন ২০২৪ উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
চাঁদপুর যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব উপ-প্রধান নিশাত বসু ও অ্যানির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও স্বেচ্ছাসেবক এবং দুর্যোগ ও জলবায়ূ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে ইমাম জাফর শিকদার বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা থেকে চাঁদপুর একটি ভিন্নতম জেলা। এ জেলার প্রতিটি কার্যক্রমে চাঁদপুর রেডক্রিসেন্ট বিভিন্ন দুর্যোগের পাশাপাশি সমাজ পরিবর্তনে ব্যাপক কাজ করে যাচ্ছে। সেজন্য নিজেকে ধন্য বোধ করছি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে। বিশেষ করে ২০২৪-এর সময়কালীন দেশ পরিবর্তনের আন্দোলনে যুব রেডক্রিসেন্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের যেভাবে সহায়তা করেছে, তা ধারণার বাইরে। আপনারা জানেন, চাঁদপুরে প্রায় ৫শ’টির অধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। অথচ শুধুমাত্র শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেডক্রিসেন্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন থেকে সিনিয়র যুব রেডক্রিসেন্টের সহযোগিতা নিয়ে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এর কার্যক্রম বাড়াতে হবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে, সরকার শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০২৫ সাল থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম হিসেবে রেডক্রিসেন্টকে সম্পৃক্ত করেছে।
চাঁদপুর ইউনিটের সহকারী পরিচালক ফাহাদ আল নূর সাজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন চাঁদপুর যুব রেডক্রিসেন্ট ইউনিটের সিনিয়র আরসিওয়াউ রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি, আরএফএসএম ফকরুদ্দিন আহমেদ রিয়াজ, রোটারিয়ান আবু সাঈদ কাউসার, রিয়াজুর রহমান রানা, ঢাকা থেকে আগত সিনিয়র আরসিওয়াউ স্বপন সোহেলসহ আরো অনেকে। অনুষ্ঠানে বর্তমান যুব রেডক্রিসেন্ট সদস্যদের বিভিন্ন কার্যক্রমের উপর ক্রেস্টের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানা থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।