প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:২৭
মতলবে নবাগত ইউএনও'র সাথে যুব রেড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ

মতলব দক্ষিণ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের সাথে সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে সৌজন্য শুভেচ্ছা বিনিময় করেছেন মতলব দক্ষিণ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা।
|আরো খবর
সাক্ষাৎকালে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপজেলার বিভিন্ন সামাজিক উদ্যোগে তাদের বিগত দিনের মানবিক কার্যক্রম, জরুরি সেবামূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা ইউএনও'র নিকট উপস্থাপন করেন। তারা শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, দুর্যোগকালীন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও রক্তদান কর্মসূচিসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ইউএনও কেএম ইশমাম যুবদের এই ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং মানবিক কাজে আরও পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তাঁর মতে, সমাজের উন্নয়ন ও মানবিক সেবায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ একটি বড় শক্তি, যা উপজেলা প্রশাসন সর্বদা উৎসাহিত করবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।








