প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
মতলবে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের মিছিল
মতলবে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১৫ আগস্ট বেলা ১২টায় মতলব ডিগ্রি কলেজ থেকে তাদের একটি মিছিল বের হয়ে মতলব বাজারের রিকশা স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের মোঃ ফয়সাল আহমেদ, চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ হানিফ, মতলব সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী শৈশব, হৃদয়, চাঁদপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী বাঁধন, ঢাকা কলেজের শিক্ষার্থী হেলাল, মতলব সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী নিবিড়, এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী রিমা, পুরাণবাজার কলেজের শিক্ষার্থী মেহবুবা, ঢাকা কলেজের শিক্ষার্থী মারুফ, পুরাণবাজার কলেজের শিক্ষার্থী সাদিফ প্রমুখ। এ সময় মতলবসহ বিভিন্ন কলেজের আরো শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।