রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০

কার্যক্রম চালু হওয়ায় স্বস্তিতে সাধারণ মানুষ

চাঁদপুর সদর মডেল থানায় জমা পড়ছে শত শত অভিযোগ ও জিডি

গোলাম মোস্তফা ॥
চাঁদপুর সদর মডেল থানায় জমা পড়ছে শত শত অভিযোগ ও জিডি

এক সপ্তাহ কর্মবিরতির পর চালু হয়েছে চাঁদপুর সদর মডেল থানার কার্যক্রম। মারামারি, ভাংচুর, সম্পত্তি দখল, নিখোঁজসহ নানা কারণে অভিযোগ ও জিডি করেছে ভুক্তোভোগীরা। তবে ক'দিন পর এই সংখ্যা কমবে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম।

গতকাল সকালে থানায় গিয়ে দেখা যায়, দীর্ঘ ৭ দিন কর্মবিরতির পর সোমবার সকালে থানার সকল কার্যক্রম শুরু হয়ে চলমান রয়েছে। সাধারণ মানুষ তাদের নানা অভিযোগ থানায় জমা দিচ্ছে।

আব্দুর রহিম নামের একজন জানান, আমার মেয়ে গত ক'দিন আগে নিখোঁজ হয়। পুলিশের কর্মবিরতির কারণে থানায় জিডি করতে পারি নি। কার্যক্রম চালু হওয়ায় থানায় এসে জিডি করেছি।

সোবহান গাজী নামের আরেকজন জানান, সম্পত্তিগত কারণে থানায় একটি অভিযোগ দিয়েছি। পুলিশের কর্মবিরতির কারণে ৫ দিন পর অভিযোগ থানায় জমা দিয়েছি।

ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় জনতার পুলিশ কাজ করছে। পুলিশের কর্মবিরতির কারণে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হয়েছে, তা আমরা বুঝতে পেরেছি। কার্যক্রম শুরু হওয়ার ১ম দিনে মারামারি, ভাংচুর, সম্পত্তি দখল, নিখোঁজসহ নানা কারণে প্রায় শতাধিক অভিযোগ ও জিডি করেছে ভুক্তোভোগীরা। অভিযোগ ও জিডিগুলো থানার এসআই ও এএসআইদের মাঝে বন্টন করা হয়েছে। অতি দ্রুত তদন্তক্রমে এগুলো সমাধানের জন্যে অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে। ১ম দিনে কোনো মামলা হয়নি। তবে কার্যক্রম ক'দিন পর এই সংখ্যা কমবে বলে তিনি মনে করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়