শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শ্রীনগর কাঁপছে
  •   হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
  •   অবক্ষয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলছে
  •   মুন্সিগঞ্জে মানবতার স্পর্শ
  •   স্বপ্নের বই হাতে পেয়ে আনন্দে ফেটে পড়ল চাঁদপুরের শিক্ষার্থীরা

প্রকাশ : ১৯ মে ২০২৪, ০০:০০

দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম সভা

মাহবুব আলম লাভলু ॥
দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম সভা

মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার বিদ্যালয়ের সভাকক্ষে পরিচালনা পর্ষদের সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীণা।

তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ব্যাপক ভূমিকা রয়েছে। সঠিক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ গঠনে বিশেষ ভূমিকা পালন করবে। আমার স্বামী প্রয়াত দীপু চৌধুরীর স্বপ্ন ছিল দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার। আমি আপনাদের সহযোগিতা নিয়ে তার স্বপ্নকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। স্কুলটির লাইব্রেরি, কেন্টিন, প্রতিটি ক্লাসরুমকে প্রজেক্টেরের আওতায় আনা, সবুজ বাগান, শিক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষার রেজাল্টের উপর গুরুত্ব আরোপ করা হবে।

তিনি আরো বলেন, আমি চাই এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন বড়ো হয়ে মানুষের মতো মানুষ হয়ে বাবা-মা, শিক্ষক ও সমাজের মুখ উজ্জ্বল করবে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সাবেক সভাপতি প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দীপুর স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সভায় সভাপতি সুবর্ণা চৌধুরী বীণা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরকে আরো আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান। অভিভাবকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন।

সভায় বিদ্যালয়ের কোঅপ্ট সদস্য হিসেবে সাবেক বিদ্যোৎসাহী সদস্য হাবিবুর রহমান হাফিজ তফাদারকে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হলেন : দাতা সদস্য রেজাউল হাসান চৌধুরী, দাতা সদস্য ডাঃ আবদুল খালেক, অভিভাবক সদস্য মোহাম্মদ ছিদ্দিক, বাবুল মিয়া হাওলাদার, রবিউল, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আমেনা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি মন্টু কুমার মন্ডল, মোঃ শাহজাহান মিয়া, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পার্বতী রাণী ভৌমিক ও সদস্য সচিব আবুবকর সিদ্দিক।

এ সময় বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন চৌধুরী জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি সুবর্ণ চৌধুরী বীণা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শিক্ষকগণ ফুল দিয়ে বরণ করে নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়