প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪
চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা
আমি কর্মজীবনে সেবাকে গুরুত্ব দিয়েছি : এএইচএম শামসুদ্দোহা
চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হাসান মো. শামসুদ্দোহাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আমি আমার ৩০ বছরের কর্মজীবনে কোনো কোনো ক্ষেত্রে পরিবারের চাইতেও সেবাকে বেশি গুরুত্ব দিয়েছি। আর তাই শুধুমাত্র চাঁদপুরেই নানা প্রতিবন্ধকতা কাটিয়ে একটানা ১৭ বছর দায়িত্ব পালন করতে পেরেছি।
|আরো খবর
আবু হাসান মোঃ শামসুদ্দোহা আরও বলেন, আমি সবসময় দায়বদ্ধতামূলক কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতাম। তাই চেষ্টা করেছি দায়িত্ব পালনকালে অর্পিত কাজ সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করার। এ সময় অনেক ক্ষেত্রেই পরিবারকে সময় না দিয়ে কাজকে সেবা হিসেবে ধরে তা নিয়েই ব্যস্ত ছিলাম।
জানা যায়, আবু হাসান মো. শামসুদ্দোহা পারিবারিকভাবে ঢাকায় বেড়ে ওঠা এবং পড়ালেখা ঢাকাতেই। তাঁর পিতা ডা. মিয়া আব্দুর রউফসহ পরিবারের সবাই ঢাকাতেই অবস্থান করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া বলেন, আমরা তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের সমাপ্তিতে থাকতে পেরে ভালো লাগছে। আশা করবো, তাঁর ভবিষ্যৎ জীবনেও তিনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাঁর জন্যে পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
চাঁদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, নগর পরিকল্পনাবিদ সাজ্জাতুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ মো. মুশিউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদারসহ পৌরসভার বিভিন্ন বিভাগের আবুল হাসান, তৌহিদুল ইসলাম চপল, আব্দুল বাতেন মিয়া, জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সবাই সংবর্ধিত অতিথি আবু হাসান মো. শামসুদ্দোহার হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন। একইসাথে স্বেচ্ছায় অবসর নেয়ায় পৌরসভার পানি ও পয়ঃনিষ্কাশন বিভাগের সহকারী প্রকৌশলী মো. নূরুল আমিনকেও বিদায় সংবর্ধনা দেয়া হয়। পৌর প্রকৌশল বিভাগের পক্ষ থেকে সংবর্ধিত বিদায় অতিথিদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।