প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০০:২৯
ঢাকা-দিল্লি সম্পর্কের নতুন অধ্যায়ে সুবাতাস
ঢাকা ও দিল্লির মধ্যকার রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের ধারায় নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক কূটনৈতিক কার্যক্রম এবং দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক সম্পর্কের ইতিবাচক দিককে তুলে ধরেছে।
|আরো খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন শুধু দ্বিপাক্ষিক ইস্যুতে সীমাবদ্ধ নয়। অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক সংযোগ বৃদ্ধি নিয়ে উভয় পক্ষই কাজ করছে।”
সাম্প্রতিক ঘটনাপ্রবাহে শেখ হাসিনার প্রত্যর্পণের ইস্যুতে ভারতের নীরবতা সম্পর্কে প্রশ্ন উঠলেও, দুই দেশের মধ্যে মৎস্যজীবীদের প্রত্যর্পণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আদান-প্রদান এবং বিজয় দিবসের যৌথ উদযাপনের মতো পদক্ষেপগুলো ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করতে চাই। পারস্পরিক স্বার্থের খাতগুলোতে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
বিশ্লেষকরা বলছেন, এই সম্পর্ক আরও এগিয়ে নিতে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে কাজ করা জরুরি।
এদিকে, চলমান পরিস্থিতি এবং কূটনৈতিক আদান-প্রদান থেকে বোঝা যাচ্ছে, দুই প্রতিবেশী দেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনা করতে প্রস্তুত।