শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুর প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

মানবিক ও সেবামূলক কাজ হিসেবে চলতি শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চাঁদপুর প্রেসক্লাব। গতকাল ৬ জানুয়ারি শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব মিলনায়তনে দেড় শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ উপলক্ষে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। তিনি বক্তব্যে বলেন, ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর মানবিক ও সামজিক কাজ দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। আপনারা যারা আজ শীতবস্ত্র নিতে এসেছেন, এদের মধ্যে অনেকেই অসহায় এবং দরিদ্র। আপনাদের কষ্টের কথা চিন্তা করে আমরা শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি। আগামীতেও আমরা মানবিক ও সামাজিক কাজ অব্যাহত রাখার চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকবাল পাটওয়ারী, এএইচএম আহসান উল্লাহ, জ্যেষ্ঠ সহ-সভাপতি রহিম বাদশা ও যুগ্ম সাধারণ সম্পাদক এমএ লতিফ।

এ সময় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, আপ্যায়ন সম্পাদক আশরাফুল আলমসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়