প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর-২ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন
সারাদেশের মতো চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচন উপলক্ষে গ্রহণ করা হয়েছে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, কোস্টগার্ড, বিজিবি, আনসার সদস্য ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। এছাড়া বিচ্ছিন্ন চরাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্যে থাকছে কোস্টগার্ড।
শনিবার ৬ জানুয়ারি সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। মতলব উত্তর থানার ওসি তদন্ত (ভারপ্রাপ্ত ওসি) ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ও এসআই আবু হানিফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
তারা বলেন, আমাদের নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম, পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার ভিডিপিসহ অন্য সদস্য রয়েছেন। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে চাঁদপুর-২ সংসদীয় আসনে আমরা যে কোনো উপায়ে চাই ভোটাররা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন উপলক্ষে পুলিশ মাঠে কাজ করছে। কেন্দ্রভিত্তিক পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ টহল ডিউটি, স্ট্রাইকিং ফোর্সসহ বিভিন্নভাবে কাজ করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
মতলব উত্তর এবং মতলব দক্ষিণ এই দুই উপজেলার দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত চাঁদপুর-২ আসন। চাঁদপুর-২ আসনে ১শ’ ৫৫ কেন্দ্রের ৯শ’ ১৯টি কক্ষে ভোট দিবে ৪ লাখ ৬৭ হাজার ৩শ’ ১৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬শ’ ৭৩ জন, মহিলা ভোটার ২ লাখ ২৮ হাজার ৬শ’ ৪৩ জন এবং হিজড়া ভোটার দুইজন। চাঁদপুর-২ আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী।