প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
আর কোনো বাধা থাকলো না
রাজারগাঁও বাজারে পূর্ণ মালিকানা বুঝে নিলেন সম্পত্তির মালিক
হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজারের অন্যের দখলে থাকা সম্পত্তি ২৪ বছর পর বিজ্ঞ আদালতের রায়ে উচ্ছেদ হলেও মানবিক দিক বিবেচনা করে দুদিন সময় নিয়ে ভাড়াটিয়া দোকানের মালামাল সরিয়ে নিলে রায় পাওয়া সম্পত্তির মালিক মোঃ মিজানুর রহমান গং পূর্ণ দখল বুঝে নিলেন।
জানা যায়, হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজারে মিজানুর রহমান গং আমির হোসেন মোল্লা গং থেকে ১৯৮১ ও ১৯৮৩ সালে দুই দফায় সম্পত্তি ক্রয় করলেও ২৪ বছর পর্যন্ত বেদখল ছিলেন। চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা চলার পর অবশেষে রায় পান মিজানুর রহমান গং। আদালতের নির্দেশে রায় বাস্তবায়ন করার লক্ষ্যে প্রকৃত মালিককে সম্পত্তি লাল নিশানার মাধ্যমে বুঝিয়ে দিলেও উক্ত সম্পত্তির ওপর ব্যবসা প্রতিষ্ঠান ভাড়াটিয়াকে মানবিক বিবেচনায় মালামাল সরিয়ে নেয়ার জন্যে দুদিন সময় দেয়া হয়। গত ৫ জানুয়ারি দুপুর ১টার সময় চাঁদপুর সিভিল কোর্টের কমিশনার মাহবুবুর রহমান উপস্থিত থেকে ঢোল বাজিয়ে সম্পত্তির প্রকৃত মালিক মোঃ মিজানুর রহমান গংকে বুঝিয়ে দেন। মিজানুর রহমান গং সম্পত্তি দখল পেয়ে বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানান।