শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দীর ৫৬তম জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দীর ৫৬তম জন্মদিন উদযাপন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর ৫৬তম জন্মদিন পালন করেছে তার শুভানুধ্যায়ী ও সুধীজন। ৩ জানুয়ারি চাঁদপুর শহরের প্রেসক্লাব রোডস্থ জেলা যুবলীগ নেতা তিমির নাহার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ীসহ সুধীজনদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে তারা জন্মদিনের কেক কাটেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য বিপুল মজুমদার, জেলা যুবলীগ নেতা তিমির নাহা, চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন লস্কর, চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ মল্লিক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক টুটন মজুমদার, চাঁদপুর পৌর যুবলীগ নেতা নজরুল ইসলাম পাটোয়ারী, জেলা ছাত্রলীগ নেতা নিয়াজুল ইসলাম নূর, জেলা হিন্দু মহাজোটের সভাপতি শিবু চন্দ্র দাস, চাঁদপুর সদর উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক প্রশোনজিৎ মজুমদার লক্ষ্মণ প্রমুখ।

বক্তারা বলেন, সুজিত রায় নন্দীর ৫৬তম জন্মদিন পালন করতে পেরে আমরা খুবই আনন্দিত। তিনি একজন মানবদরদি রাজনৈতিক নেতা। তিনি স্কুলজীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে নিয়ে মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। রাজনীতি করতে গিয়ে তিনি বহু মামলা-হামলার শিকার হয়েছেন, করেছেন কারাবরণ। তারপরও আওয়ামী রাজনীতি থেকে সরে যাননি। অমান্য করেননি আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কোনো আদেশ-নির্দেশ। আজকের জন্মদিনে আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি মহান সৃষ্টিকর্তার নিকট।

বক্তাগণ সকলের কাছে সুজিত রায় নন্দীর জন্যে দোয়া কামনা করেন। এ সময় অন্য নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন তরুণ শিকদার, আলম, লাবলু, বিজয় রবি দাস, ফয়সাল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়