প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতরণ
উৎসবমুখর পরিবেশে গত ৩ জানুয়ারি বুধবার সকালে পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকার প্রদত্ত বিনামূল্যের পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ ও চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুখরঞ্জন দাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জয়শ্রী দত্ত, সহকারী শিক্ষক মোঃ ওয়াহিদুল ইসলাম, মোঃ জাকির হোসেন প্রমুখ।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে পুস্তক বিতরণ করেন অতিথিবৃন্দ।
জানা যায়, ১ ও ২ জানুয়ারি নির্বাচনী কার্যক্রম থাকায় স্কুল কর্তৃপক্ষ বছরের প্রথম দিন পাঠ্য পুস্তক বিতরণ করতে পারে নি।