প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
ভোট বর্জনসহ বিভিন্ন দাবিতে ফরিদগঞ্জে বিএনপির গণসংযোগ ও বিক্ষোভ মিছিল
চাঁদপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আবুল কালাম আজাদের নেতৃত্বে ডামি নির্বাচন বর্জন, সরকারের পদত্যাগ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে ফরিদগঞ্জে লিফলেট বিতরণ, গণসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার গুপ্টি বাজার এলাকায় এ লিফলেট বিতরণ ও মিছিল বের করা হয়। মিছিলটি গুপ্টি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সংক্ষিপ্ত আলোচনায় ডাক্তার আজাদ বলেন, আগামী ৭ জানুয়ারি অবৈধ সরকারের একতরফা ডামি নির্বাচনে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আমরা শেখ হাসিনার এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করিনি এবং করবো না। ৭ জানুয়ারির পর তীব্র থেকে তীব্রতর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, হাসিনা সরকার ও তার দোসররা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে ভেঙ্গে তছনছ করে ফেলতে চেয়েছিলো। কিন্তু আল্লাহতা’আলার কী লীলা খেলা, এখন তাদের এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ তিন/চার খণ্ডে খণ্ডিত হয়ে গেছে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মফিজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, কমিটির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক ফারুক খান, ভাগিনা রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, গুপ্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী বাবুল মণ্ডল, যুবদলের নেতা সোহাগ পাটোয়ারী, বিল্লাল হাজী, হেলাল মজুমদার, এমরান হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, ইউনিয়ন বিএনপি নেতা বাবুল মিয়া, জসিম বিডি, স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন, ফয়েজ, আক্তার হোসেন, হেলাল শেখ, মুজাম্মেল হোসেন, ইয়াসিন সরদার, মনিরুল হাছানসহ আরো অনেকে।