প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ অব্যাহত
সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারি ভোট বর্জনের আহ্বান জানিয়ে ফরিদগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ অব্যাহত রেখেছে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৪ (জানুয়ারি) সকালে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি'র অন্যতম সদস্য ডাক্তার আবুল কালাম আজাদের নেতৃত্বে বিএনপি'র
নেতা-কর্মীরা কামতা বাজারের বিভিন্ন অলিগলিতে, দোকানে, যানবাহনের ড্রাইভার, যাত্রী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। পরে ৭নং পাইকপাড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায়ও লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ শেষে ডাক্তার আবুল কালাম আজাদ বলেন, ৭ জানুয়ারির সাজানো ও ভাগ-বাঁটোয়ারার নির্বাচন জনগণ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। এ নির্বাচনে নির্দিষ্ট একটি গোষ্ঠী ছাড়া কেউ ভোটকেন্দ্রে যাবে না। এ নির্বাচন দেশে-বিদেশে কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এজন্যে সকলকে নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মফিজুল ইসলাম চৌধুরী, আবু তাহের গাজী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, ৫ নং গুপটি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা খোরশেদ আলম, যুবদল নেতা সোহাগ পাটোয়ারী, আব্দুল কুদ্দুস, ভাগিনা রুবেল, এমরান হোসেন, গিয়াস উদ্দিন, হেলাল উদ্দিন শিমুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, উপজেলা মৎস্য দলের সভাপতি নূরের রহমান নূর, স্বেচ্ছাসেবক দলের নেতা শফিউল্লাহ হায়দার, বিল্লাল হোসেন, ফয়েজ, আক্তার হোসেন, হেলাল শেখ, মুজাম্মেল হোসেন, ইয়াসিন সরদার, মনিরুল হাসানসহ আরো অনেকে।