শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

মতলব দক্ষিণের বিভিন্ন স্থানে পথসভা

শেখ হাসিনা নির্দেশ দেয়াতেই আমি স্বতন্ত্র প্রার্থী

-----এম ইসফাক আহসান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
শেখ হাসিনা নির্দেশ দেয়াতেই আমি স্বতন্ত্র প্রার্থী

স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম ইসফাক আহসান বলেছেন, আমার এ পথসভায় আপনাদের উপস্থিতি প্রমাণ করে দেয় আপনারা আমাকে কতোটুকু ভালোবাসেন। আপনাদের সমর্থন ও ভালোবাসা পেলে আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আপনারা কেউ হুমকি-ধমকিকে ভয় পাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেয়াতেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সন্ত্রাস ও মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আপনাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না। আপনারা আপনাদের পরিবার পরিজনদেরকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ভোটকেন্দ্র পাহারা দিবেন এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না।

গতকাল ৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় পানির ট্যাংকি থেকে মতলব বাজারে ঈগল মার্কার সমর্থনে গণসংযোগ শেষে বাজারস্থ এনএএম টাওয়ারের সামনে পথসভায় প্রদত্ত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান সিআইপি এ কথাগুলো বলেন।

এছাড়াও মতলব দক্ষিণ উপজেলা সদরসহ উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়নে এম ইসফাক আহসান সিআইপি ঈগল মার্কার ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরকার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন সরকার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, মতলব পৌর ছাত্রলীগর সভাপতি গোলাম রাব্বী, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তামিম প্রমুখ। পরে উপাদী উত্তর ইউনিয়ন ও উপাদী দক্ষিণ ইউনিয়নের পিংরা মাস্টার বাজার, ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পথসভায় বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়