প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
শাহরাস্তিতে ট্রাক প্রতীকের প্রার্থীর গণসংযোগ ও পথসভা
চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী মোঃ সফিকুল আলম ফিরোজ ট্রাক প্রতীকের ভোট চেয়ে রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে গণসংযোগ এবং পথসভা করেছেন। বুধবার (৩ জানুয়ারি) দিনব্যাপী তিনি ওই ২ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে তার নির্বাচনী প্রতীকের পক্ষে এসব প্রচারণা চালান।
জানা যায়, তিনি ওইদিন রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী বাজার, শাহরাস্তি বাজার, চণ্ডীপুর বাজার ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। তিনি বলেন, জননেত্রী সুযোগ দিয়েছেন বলেই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা দুর্দিনে জানবাজি রেখে সংগঠন করেছি। এবার জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে উন্মুক্তভাবে ভোটাধিকারের স্বাধীনতা দিয়েছেন। এবার আপনাদের ভোটাধিকারের মাধ্যমে দুঃশাসন এবং যন্ত্রণার অবসান ঘটিয়ে আবার স্বাধীনতা ফিরিয়ে আনবেন--এটাই আমার প্রত্যাশা। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার ধারণাও ছিলো না আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন! দিন দিন আমার সমর্থন বাড়ছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করতে পারবো না।
গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, জাহাঙ্গীর মোঃ আদেল, যুগ্ম সম্পাদক খোকন সরকারসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।