শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

হাইমচরে শেষ নির্বাচনী জনসমাবেশে ডাঃ দীপু মনি

দীপু মনি নামটা আপনাদের ভোটের কারণে বাংলাদেশসহ সারাবিশ্বে পরিচিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥
দীপু মনি নামটা আপনাদের ভোটের কারণে বাংলাদেশসহ সারাবিশ্বে পরিচিত

প্রচার-প্রচারণার শেষদিনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের জনসমাবেশ হাইমচরে অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি বিকেল ৩টায় দুর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন প্রধানীয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ দীপু মনি। তিনি বলেন, ভোট একটি পবিত্র আমানত। একটা ভোটের কত দাম! একজন রাজার ভোট আর সাধারণ মানুষের ভোট একই সমান। লাখ লাখ মানুষ ভোট দিয়ে একজন মানুষের কাঁধে বড় একটি দায়িত্ব দেয়া হয়। এটি আল্লাহর কাছ থেকে পাওয়া একটি বড় দায়িত্ব। এতোগুলো মানুষের এতো বিশ্বাস আমার কাঁধে ছিলো। আমি আপনাদের সেই বিশ্বাসকে বুকে ধরে বিগত দিনগুলোতে আপনাদের সেবা করেছি। রাজনীতি মানেই মানুষের সেবা করা। আমার বাবা একজন রাজনৈতিক নেতা ছিলেন, মা একজন শিক্ষক ছিলেন, তাঁরা সৎ মানুষ ছিলেন। আমি তাঁদেরই সন্তান, আমার জন্মই হয়েছে মানুষের সেবা করার জন্যে। আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছি সর্বনাশা মেঘনার হাত থেকে হাইমচরের মানুষকে রক্ষা করতে। তিনি বলেছিলেন নদী রক্ষা বাঁধের কাজ করে দিবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো কথার খেলাপ করেন নি। তাঁর কন্যা শেখ হাসিনা নিজেও কথার বরখেলাপ করেন না। তিনি তাঁর কথা রেখেছেন। হাইমচরবাসী নদী ভাঙ্গার কবল থেকে রক্ষা পেয়েছে। আপনারা যা যা চাইছিলেন, আমি যে ওয়াদাগুলো করেছিলাম তা পূরণ করেছি। আমি নির্বাচন করার আগে চিকিৎসক ছিলাম, আইনজীবী ছিলাম। বিতার্কিক হিসেবে মানুষ চিনতো। কিন্তু আপনাদের ভোটে আমি সংসদে গেছি, পররাষ্ট্রমন্ত্রী হয়েছি, শিক্ষামন্ত্রী হয়েছি। আজকের দীপু মনি নামটা আপনাদের ভোটের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বে পরিচিত। আপনাদের সেই ভোটটি আবারও নৌকা মার্কায় দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আবারো আপনাদের এমপি হিসেবে মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের সেবায় বিগতদিনে কাজ করেছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

জনসভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক রবিউল হাসান রাজু প্রমুখ।

এছাড়া চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, জেলা জজ কোর্টের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পাটোয়ারী, মাকসুদ খান, প্রচার সম্পাদক এসএম আল মামুন সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মজিবুল্লাহ মানিক, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম কবির শেখসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়