প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নে বিদ্যালয়হীন ওয়ার্ডে বিদ্যালয় স্থাপন করে সকলের কৃতজ্ঞতায় ভাসছেন চেয়ারম্যান কাউছার উল আলম কামরুল এবং ভূমিদাতা সৈয়দ শাহ আমিনুল আজিম বেলাল এবং তাঁর পরিবারবর্গ। এ যেন শত বছরের ঐহিত্যবাহী রূপসার সৌন্দর্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো।
ঐতিহ্যবাহী রূপসা ইউনিয়নের একমাত্র বিদ্যালয়হীন ওয়ার্ডে চেয়ারম্যান কাউছার উল আলম কামরুলের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে অবশেষে উক্ত ওয়ার্ডে বিদ্যালয় হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপনপূর্বক এক আবেগঘন আলোচনায় চেয়ারম্যান বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতির এক নাম্বারে ছিলো এই ওয়ার্ডে একটি বিদ্যালয় স্থাপন করা। সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞ আমি আমার ওয়াদা পূরণ করতে পেরেছি। আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যখন পরিষদে যাই, তখনই এক অজানা তাগিদ পাই। ছোট ছোট ছেলে-মেয়েরা যখন আমার কাছে জানতে চায় ‘আমাদের বিদ্যালয় হবে না?’ তখন প্রেরণা পাই। যাঁরা জমি দিয়ে আমার এই কাজকে সহজ করে দিয়েছেন তাঁদের প্রতি আমি চির কৃতজ্ঞ, এই গ্রামবাসীও কৃতজ্ঞ।
২৪ নভেম্বর শুক্রবার বাদ জুমা সৈয়দ আনোয়ারুল আজিম প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর তথা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সৈয়দ আনোয়ারুল আজিমের বড় ছেলে সৈয়দ শাহ মোহাম্মদ আমিনুল আজিম (বেলাল মিয়া)। এ সময় উপস্থিত ছিলেন ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউছার উল আলম কামরুল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমির হোসেন মুন্সি, উক্ত ইউনিয়ন পরিষদ সদস্য হাছান আলী, শফিকুর রহমান, আনোয়ার হোসেন, মোঃ আনোয়ার হোসেন রতন, মোঃ ইব্রাহিম মৃধা ও মোঃ ইউনুছ পাটোয়ারী।
গত বছরের ৩ আগস্ট বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন এস.এম. কাউছার উল আলম (কামরুল)। তাঁকে সহযোগিতা করছেন উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাসান আলী।