প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাব কাটতে না কাটতেই এবার আন্দামান সাগরের কাছে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় আকারে বাংলাদেশ, মিয়ানমার বা ভারতের ওপর দিয়ে উড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতরের তথ্যমতে, ২৬ নভেম্বরের মধ্যে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। পরে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মিগজাউম’, এ নামটি মিয়ানমারের দেয়া।
ভারতের আবহাওয়া দফতর আইএমডি বলছে লঘুচাপটি ২৭ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হতে পারে। অধিকাংশ আন্তর্জাতিক আবহাওয়া কেন্দ্রের মডেল পূর্বাভাসে বাংলাদেশের উপকূলের দিকে ঘূর্ণিঝড়টি অগ্রসর হতে পারে বলে উল্লেখ করেছে। আর মিগজাউম আঘাত আনলে তা হবে বাংলাদেশে চার নম্বর ঘূর্ণিঝড়ের আঘাত।
আবহাওয়াবিদেরা বলছেন, বর্তমানে লঘুচাপটি বাংলাদেশ উপকূল থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে রয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি উপকূলে আঘাত আনতে পাঁচ থেকে সাতদিন সময় নিতে পারে।
এদিকে আবাহাওয়া পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে লঘুচাপের প্রভাবে কিছুটা গরম অনুভব হতে পারে। সূত্র : সময় টিভি