প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০
লেখক ও সাংবাদিক রিফাত কান্তি সেনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদগঞ্জ উপজেলাধীন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামে এ চুরির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২৭ কাহন সুপারী, একটি গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, ২টি সাইকেলসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেছেন।
রিফাত কান্তি সেন জানান, আমার বাবা গত সোমবার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে আমি ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করাই। বাড়িতে আমার অসুস্থ মা ও স্ত্রী অবস্থান করলেও চোরের দল আমাদের খারাপ সময়ের সুযোগ নিয়েছে। আমি ঢাকা থেকে ফিরে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করবো।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজন শেখ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম জিতু।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান, ওই এলাকাতে সম্প্রতি বেশ কটি চুরির ঘটনা ঘটছে। স্থানীয় ও বহিরাগত মিলিয়ে সন্দেহভাজন একটি চক্র গভীর রাত পর্যন্ত রাস্তায় ঘোরাঘুরি করে ও কড়ৈতলী চৌরাস্তা, কড়ৈতলী বাজার, এলাকার গুত্বপূর্ণ স্থানগুলোকে টার্গেট করে আড্ডা দিতে দেখা যায়। যাদের দৃশ্যমান কোনো কাজ না থাকলেও চলাফেরা-খরচের পরিমাণ দেখে স্থানীয়দের মনে সন্দেহের তীর ওই চক্রটির দিকে। গবাদি পশু, নগদ টাকা, মোবাইল স্বর্ণালঙ্কারসহ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র চুরি হচ্ছে অবাধে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসন তৎপর হয়ে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তারা মনে করেন।