প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০
![কৃষকরা আমাদের উন্নতির বড় সোপান](/assets/news_photos/2023/11/26/image-41197.jpg)
ফরিদগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো উফশী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৪শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
২৫ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল। এ সময় তিনি বলেন, কৃষকরাই আজকের বাংলাদেশ গড়ার কারিগর। তারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে আবাদ করার কারণেই আমরা দুই বেলা মুঠো খাবার খেতে পারছি। দুঃসময়ে তাদের দেয়া শ্রমের কারণে আজ পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা ভালো রয়েছি। তাই সরকার কৃষকদের আরো বেশি উৎসাহ দিতে নানা ধরনের প্রণোদনা দিচ্ছে। আজকে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করার উদ্দেশ্য প্রণোদনার মাধ্যমে খাদ্য উৎপাদনে সহায়তা করা। মোট কথা কৃষকরা আমাদের উন্নতির বড় সোপান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরে আলম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ।