প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়। চাঁদপুরের বকুলতলা রোডস্থ চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনের আশেপাশের নতুন এবং পুরাতন ডায়াবেটিক রোগীদের এবং এলাকার পরিবারের সদস্যদের ডায়াবেটিস, প্রেশারসহ অন্যান্য চিকিৎসা সেবা দেয়া হয়।
ক্লাব সভাপতি মিতু আক্তারের সভাপতিত্বে এবং সেক্রেটারী আফরোজা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি এবং চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ইসরাত জাহান।
তিনি ডায়াবেটিক রোগীদের উদ্দেশ্যে বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনাদের সকলের জন্যে খুবই জরুরি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে মানুষের শরীরে নানা রোগ বাসা বাঁধে। এ রোগটিকে অবহেলা করলে মানবদেহে মারাত্মক ক্ষতি সাধন হয়। আপনারা নিয়মিত ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস থেকে বাঁচতে সর্বদা সচেতন থাকবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আইপিপি (সদ্য সাবেক সভাপতি) রোটাঃ মাহমুদা খানম, সাবেক সভাপতি মুক্তা পীযূষ, ট্রেজারার নাসরিন আক্তার, সদস্য নাজমা আক্তার, জান্নাতুল ফেরদৌসসহ অন্যরা।