প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
সবুজায়নে উদ্বুদ্ধ করতে চাঁদপুরের ৫০জন বৃক্ষপ্রেমীর মাঝে গাছের চারা ও ফুল এবং সবজির বীজ বিতরণ করা হয়েছে। ২৪ নভেম্বর শুক্রবার বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দেশ-বিদেশে শখের বাগান ফেসবুক গ্রুপের উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে অর্থায়ন করেন লন্ডন প্রবাসী লিটন হোসাইন।
দেশ বিদেশে শখের বাগান ফেসবুক গ্রুপের চাঁদপুরের দায়িত্বে থাকা উপ-প্রশাসনিক কর্মকর্তা মমতাজ উদ্দিন মাসুদ বলেন, একজন প্রবাসী ভাই ৪র্থবারের মতো চাঁদপুরের ছাদ বাগান, আঙ্গিনা বাগান ও বারান্দা বাগানীসহ ৫০ জন বৃক্ষপ্রেমীকে উদ্ধুদ্ধ করতে গাছের চারা ও বীজ উপহার পাঠিয়েছেন। গাছের মধ্যে ছিলো মিয়াজাকি আমের চারা ও ১৫ প্রজাতির সবজি ও ফুলের বীজ। আমরা ‘দেশ বিদেশে শখের বাগান’ ফেসবুক গ্রুপে যারা রয়েছি, তাদের থেকে রেজিস্ট্রেশনকৃত ৫০ জনকে বিনামূল্যে এই চারা ও বীজ বিতরণ করলাম।
তিনি আরও বলেন, প্রবাসী লিটন ভাই শুধু চাঁদপুরেই নয়, বরং দেশের বিভিন্ন জেলাতেই এভাবে মানুষকে সবুজায়নে উদ্বুদ্ধ করেন। নিজের অর্থায়নে গাছের চারা উপহার হিসেবে পাঠিয়ে নিজেকে সবুজের ফেরিওয়ালা হিসেবে প্রমাণ করেছেন। আমরা এমন প্রশংসনীয় উদ্যোগের জন্য তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
গাছের চারা বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, দেশ বিদেশে শখের বাগান গ্রুপের এডমিন ঢাকার ছাদ বাগানী মরিয়ম বেগম, কানিজ চাপা, গোলাম হায়দার, মামুনুর রশীদ, গ্রুপের সমন্বয়ক মোঃ জুয়েল সরকার, তানভীর হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।