বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০

কয়েকজন ব্যাংক কর্মকর্তাকে সংবর্ধনা দিলেন সেবামূলক প্রতিষ্ঠান জীবনদীপ
স্টাফ রিপোর্টার ॥

কয়েকজন ব্যাংক কর্মকর্তাকে সংবর্ধনা দিলেন মানব উন্নয়ন সেবামূলক সংস্থা জীবন দীপ। গত ২০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে শহরের ফিডার রোডস্থ (সেবা সিটি মার্কেট সংলগ্ন) জীবনদীপ কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড চাঁদপুর শাখার ব্যবস্থাপক মোঃ বেলাল হোসেন, ইউনাইটেড ব্যাংক লিমিটেড (টঈইখ) চাঁদপুর শাখা ব্যবস্থাপক মোঃ ফয়সাল হোসেন ও জনতা ব্যাংক লিমিটেড চাঁদপুর শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুনকে স্ব স্ব কর্মক্ষেত্রে দায়িত্ব পালনপূর্বক সফলতা অর্জন করায় তাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

মানব উন্নয়ন সেবামূলক সংস্থা জীবনদীপের প্রতিষ্ঠাতা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সংগঠক বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর অযাচক আশ্রম উন্নয়ন পরিষদের প্রধান সমন্বয়ক বিশিষ্ট সংগঠক তাপস কুমার সরকার।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়া অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি প্রবাল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজিত কুমার দে ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা।

জীবনদীপের কার্যকরী সদস্য রিয়াদ হোসেনের সঞ্চালনায় জীবনদীপের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জীবনদীপের পরিচালক (সৌদি প্রবাসী) সাইফুদ্দিন খান, মোঃ রায়হান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাসার, বিশিষ্ট কণ্ঠশিল্পী ও কণ্ঠযোদ্ধা কৃষ্ণা সাহা প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার সাংবাদিক বিমল চৌধুরী, জীবন দীপের অঙ্গ ও দেহদানকারী বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, স্বেচ্ছায় অঙ্গ ও দেহদানকারী নারী সংগঠক লীলা মজুমদার, বুলী চক্রবর্তী, স্বপ্না ভট্টাচার্যসহ জীবনদীপের স্বেচ্ছায় রক্তদানকারী রক্তযোদ্ধাগণ। বক্তাগণ মানব উন্নয়ন সংস্থা জীবনদীপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক তার সেবামূলক কাজের প্রশংসা করে বলেন, জীবনদীপ স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্যেই তাদের সেবা কার্যক্রম অব্যাহত রাখেনি, তারা এখন মেডিকেল শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে এবং অন্ধ ব্যক্তির চোখে আলো দান, কিডনি সমস্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির কিডনিসহ শারীরিক নানা সমস্যার সহায়তার জন্য স্বেচ্ছায় দেহদান ও অঙ্গদান, অসহায় মানুষদের আইনী সহায়তা প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতিদিনই নিজেদের প্রয়োজনে কেউ না কেউ জীবনদীপের মাধ্যমে রক্ত সংগ্রহ করছেন অসহায় রোগী বা প্রসূতি মায়ের জন্য। এখন রক্তের প্রয়োজনে কাউকে রাস্তায় রাস্তায় হাঁটতে হয় না। সামান্য সংবাদেই জীবনদীপের রক্তযোদ্ধারা স্বেচ্ছায় রক্তদানে উৎসাহী হয়ে রক্তদান করেন। মানুষ এখন বুঝতে পেরেছে রক্তদানের মত মহৎ দান আর কিছুই হতে পারে না। কারণ টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও রক্ত কেনা যায় না। তারা জীবনদীপের সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও তাদের এই কার্যক্রম আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। তারা বলেন অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার তার সেবা কার্যক্রমের মধ্য দিয়েই চিরদিন বেঁচে থাকবেন, কারণ তিনি শুধু সেবা কার্যক্রমের মাঝেই নিজেকে সংযুক্ত রাখেন নি, জ্ঞানী, গুণীদের সম্মান দিতেও শিখেছেন। আজকের এই অনুষ্ঠানই তার প্রমাণ। তিনি আজ ব্যাংক কর্মকর্তাদেরকে যেভাবে সম্মাননা প্রদান করেছেন, তিনিও মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই সম্মাননা প্রাপ্ত হবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়