প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০
![চাঁদপুরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পৃথক প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ](/assets/news_photos/2023/07/20/image-35628.jpg)
আগামী ২২ জুলাই শনিবার ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে ‘দেশ বাঁচাতে বিএনপির তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হবে। ওই কর্মসূচি সফল করতে চাঁদপুরে পৃথকভাবে লিফলেট বিতরণ ও প্রস্তুতি সভা করেছে জেলা যুবদল এবং স্বেচ্ছাসেবক দল।
১৯ জুলাই বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ দুটি অঙ্গ-সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে স্থানীয় জনগণকে জানান দিতে শহরে লিফলেট বিতরণ এবং দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেন তারা।
এদিন প্রথমে চাঁদপুর জেলা যুবদলের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী। তিনি বলেন, আপনারা কি বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চান? তাহলে যুবকদের দায়িত্ব নিতে হবে। এই সরকারকে বিতাড়িত করানোর জন্যে তারেক রহমান যে তারুণ্যের সমাবেশ করার নির্দেশ দিয়েছেন, এই তারুণ্যের সমাবেশই সরকারের পতন ঘটাবে। কাজেই আগামী ২২ তারিখ আপনারা সবাই ঢাকায় উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ স্বাধীন। চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। এ সময় জেলা যুবদলের পনেরটি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা যুবদলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সাধারণ জনগণকে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে কেন্দ্রীয়ভাবে সরবরাহকৃত লিফলেট বিতরণ করেন।
এরপর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল জানান, ১৯ জুলাই বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ২২ জুলাইর কর্মসূচির লিফলেট বিতরণ শুরু করেন এবং জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডি. জেড. এম. হাসান বিন শফিক সোহাগ।
এ সময় তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। কিন্তু আমাদের যদি কেউ বাধা দেয়, তাহলে কী করতে হবে সেটা আমাদের জানা আছে। এখন আর এমনি ছেড়ে দিবো না। ইতিমধ্যে যে বিভাগীয় সমাবেশ হয়েছে সেখানে তারুণ্যের জন-জোয়ার দেখেছি। আশা করছি, আগামী ২২ তারিখের জন-জোয়ার সরকারকে প্রকম্পিত করে তুলবে। এই সরকার যে ভোটচোর এটা সারাদেশের মানুষ জানে। তারা হিরো আলমকে পর্যন্ত ভয় পায়।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম সোহেল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপ্রধানে ও সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক এম. জেড. আই. জহির ও বেলাল হোসাইন।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলেমান ঢালী, যুগ্ম আহ্বায়ক মিরাজ আহমেদ চোকদার, আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, মাসুদ মাঝি, কামরুজ্জামান হাসানাত, খোকন মিয়াজী ও সামছুল আলম সূর্য।
এ সময় স্বেচ্ছাসেবক দলে জেলা-উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।