প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০
কচুয়ায় সাপের কামড়ে ফজিলতের নেছা (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে দোয়াটি গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী মৃত আব্দুর রবের স্ত্রী।
নিহতের দেবর রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় ফজিলতের নেছা মুরগির খোপে হাত দিলে ডান হাতে বিষধর সাপ দংশন করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই হাসপাতালে ফজিলতের নেছার মৃত্যু হয়।