বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে বিকাশে প্রতারণাকালে যুবক আটক
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জে বিকাশে প্রতারণাকালে নাছির হোসেন (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ডের লিংক রোডে একটি মোবাইলের দোকান থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাছির হোসেন পৌর এলাকার বড়ালী গ্রামের আবুল কালামের ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় পৌর এলাকার বাসস্ট্যান্ডে একটি মোবাইলের দোকান থেকে বিকাশের ভুয়া ম্যাসেজ দিয়ে টাকা উত্তোলন করে নাছির হোসেন। প্রতারণার শিকার মোবাইল দোকানের ব্যবসায়ী মোঃ মাহবুব আলম বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম এসে ঘটনাস্থল থেকে প্রতারক নাছির হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

মাহবুব আলম জানান, ঘটনার সময় নাছির হোসেন নামের ওই যুবক কাস্টমার সেজে তার দোকানে এসে বলে ৩৫০০ টাকা উত্তোলন করা হবে। একটু পর আবার বলে ২৪ হাজার ৫০০ টাকা আসছে বলে আমাকে বলে চেক করার জন্যে। তার উপস্থিতিতে বিকাশের একটি ম্যাসেজ আসে। আমি মোবাইলে টাকার ম্যাসেজটি দেখে নাছির হোসেনকে পুরো টাকা দিয়ে দিলে সে টাকা নিয়ে চলে যায়। এ সময় আমার বিকাশের মূল একাউন্টে প্রবেশ করতে না পারার কারণে আমি বুঝতে পারি প্রতারণার শিকার হয়েছি। পরে বাসস্ট্যান্ড এলাকার শাহী কাউন্টারের কাছ থেকে নাছিরকে ধরে আনলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ রফিক হোসেন ১৯ জুলাই বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে এ প্রতিবেদককে জানান, আটককৃত নাছির হোসেন থানা হেফাজতে রয়েছে। প্রতারক চক্রের সাথে জড়িত থাকার বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করা হবে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান বলেন, আমরা বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখেছি বিকাশের প্রতারণার সাথে আটককৃত যুবকের কোনো সম্পর্ক আছে কিনা। এখন পর্যন্ত পাইনি।

বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে বলেন, আমি খোঁজ-খবর নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়