প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০
হাজারো মানুষের ভালোবাসায় ও গভীর শ্রদ্ধা নিবেদনে সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জি. কে. এম. আলমগীর মজুমদার (৭৫)। বুধবার সকাল ১০টায় শ্রীরামপুর আলিম মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা ও তার নিজ গ্রামে ডুুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের মেজো ছেলে জুনায়েদ আলম মজুমদার জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্পেশালাইজ্ড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তার বাবা। তিনি দীর্ঘদিন যাবৎ অ্যাজমা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তিনি ডুমুরিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সস্তান।
জি.কে. আলমগীরের মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও আওয়ামী লীগ নেতা এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ গভীর শোক ও সমাবেদনা প্রকাশ করেছেন।
জানাজা অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি ফজলে কাদের মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রুহুল আমিন, অধ্যাপক ওয়াদুদ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, মরহুমের মেজো ছেলে জুনায়েদ আলম মজুমদার প্রমুখ।