প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, ডেঙ্গু জ্বর শহর থেকে ক্রমশ গ্রামের দিকে ছড়াচ্ছে। তার মানে গ্রামেও ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে। এরই মধ্যে ফরিদগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর দেখা মিলেছে। ফরিদগঞ্জ পৌরসভা ইতিমধ্যেই মশক নিধন অভিযান শুরু করেছে। আজ আরো কয়েকটি মেশিন নিয়ে এসে মশা নিয়ন্ত্রণে কাজ শুরু হলো। তবে মশার উৎপাত থেকে রক্ষা পেতে হলে তথা ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসাধারণকেও সচেতন হতে হবে। প্রতিটি নাগরিককে তার বাড়ির উঠোন থেকে শুরু করে সর্বস্থানে ময়লা-আবর্জনা এবং ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংস করে দিতে হবে। পরিষ্কার-পচ্ছিন্নতার বিকল্প নেই। আশা করছি, পৌর কর্তৃপক্ষের সাথে সাথে জনপ্রতিনিধিগণ এবং সাধারণ জনগণও এগিয়ে আসবে। নিজেদের ভালো রাখার দায়িত্ব নিজেদেরও রয়েছে।
বুধবার বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথাগুলো বলেন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী দেলেয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াসউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।