প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০
![বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের যৌথ সমন্বয় সভা](/assets/news_photos/2023/07/20/image-35618.jpeg)
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর জেলা শাখা ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ১৯ জুলাই দুপুর বারোটায় কলেজের কনফারেন্স কক্ষে এক যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পীযূষের সভাপ্রধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাস এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার প্রধান উপদেষ্টা কাজী শাহাদাত। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসানের সঞ্চালনায় এতে সংগঠনের গঠনতন্ত্র পাঠ করে শোনান জেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস। মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর কলেজ শাখার উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মহসিন শরীফ, প্রভাষক আনিস ফারদিন, কলেজ শাখার সভাপতি তানজিন রুবেল, সহ-সভাপতি নিঝুম খান, যুগ্ম আবৃত্তি সম্পাদক সাইদুজ্জামান সৈকত ও যুগ্ম সাধারণ সম্পাদক রাফিয়া ইসলাম। জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মীরা রায় চৌধুরী, সহ-সভাপতি কেএম মাসুদ, আয়শা আক্তার রূপা, রূমা মুজিব, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, আবৃত্তি শিল্পী প্রীতি, সদস্য ফারাজানা ইসলাম প্রমুখ। আবৃত্তি পরিবেশন করে ছোট্টমণি মারিয়া মহসিন।
সভায় বক্তারা সমন্বয় ও শৃঙ্খলার ওপর জোর দেন এবং আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য আবৃত্তি কর্মশালা সফল করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।